বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়ার খোকসায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার দিবাগত রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রায় ২০ ঘণ্টা পর গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রাতেই ক্ষুব্ধ গ্রামবাসী গ্রেফতারের দাবিতে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করে। 

এরপর আফজাল কাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় খোকসা থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির মা। 

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার আফজাল কাজী একই গ্রামের মৃত ইমান আলী কাজীর ছেলে। 

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পুলিশের গাড়িতে করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 


বিজ্ঞাপন


তিনি আরও জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর