পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে রাজধানীতে নেই চিরচেনা যানজট। ফাঁকা রয়েছে ঢাকার সড়ক, গাড়ির সংখ্যাও সড়কে কম। ফাঁকা ঢাকা উপভোগ করতে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র ধানমন্ডি লেকে শুভাকাঙ্খীদের নিয়ে প্রশান্তির খোঁজে যাচ্ছেন নগরবাসী। কেউ কেউ আবার পরিবার-পরিজন, ছেলে-মেয়ে নিয়ে এসেছেন, মেতেছেন খোশগল্পে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ধানমন্ডি লেক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকে লোক সমাগম বাড়তে শুরু করেছে ধানমন্ডি লেকে। কেউ এসেছেন ছোট ছোট বাচ্চা নিয়ে। কেউ এসেছেন স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে। আবার কেউ কেউ এসেছেন পরিবারের কয়েকজন সদস্য বা বন্ধুদের নিয়ে। শিশু থেকে বৃদ্ধ সবাই এসেছেন ঘুরতে। ধানমন্ডি লেকের অন্যতম আকর্ষণ প্যাডেলচালিত নৌকা নিয়ে কেউ কেউ আনন্দে মেতেছেন। প্যাডেলচালিত নৌকার সেখানেও রয়েছে ভিড়। নৌকার জন্য কেউ কেউ অপেক্ষা করছেন দীর্ঘ সময়।
এছাড়া ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর, শিশু পার্ক কিংবা ব্যায়াম চত্বর পুরো জায়গা জুড়ে রয়েছে বিনোদনপ্রেমীদের ভিড়। সবাই এসেছেন প্রশান্তির খোঁজে। ক্লান্ত রাজধানীতে স্বস্তির নিঃশ্বাস এবং নিজেদের মতো করে সময় কাটাতে। লেকের পাড় দিয়ে আছে ভাসমান ছাউনি। বন্ধুদের আড্ডা বা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা মানুষদের উপস্থিতিতে ছাউনিগুলো মুখরিত হয়ে আছে।
নিউমার্কেট থেকে আসা প্যাডেলচালিত নৌকার জন্য অপেক্ষমান মুনতাসির রহমান বলেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছি। আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি টিকিট পাচ্ছি না। নৌকা কম, কিন্তু চড়ার মানুষ বেশি। তাই নৌকা ঘাটে আসার পর টিকিট দিচ্ছে।
বিজ্ঞাপন
জহিরুল ইসলাম নামে একজন জানান, সারা মাস তো কাজে-কর্মে কেটে যায়। তাই ঈদের বন্ধে পরিবার নিয়ে ধানমন্ডি লেকে এসে আনন্দ করি, ঈদের বন্ধে প্রতিদিনই ঘুরতে যাওয়ার চেষ্টা করি। এই সময়ে ওপেন স্পেসগুলোতে মানুষ থাকে বেশি; মজা লাগে তাই পরিবার নিয়ে ধানমন্ডি লেকে চলে আসি। সারাদিন ঘোরাফেরা করে রাতে বাইরে খেয়ে বাসায় যাব আপাতত এটাই ইচ্ছা।
এসএইচ/এফএ