বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জবি’র বি, সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত বি (কলা ও আইন অনুষদ), সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বেলা ১২টায় ডি ইউনিটের এবং বি ও সি ইউনিটের ফলাফল দুপুর ২টায় প্রকাশিত হয়। স্ব স্ব ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে স্ব স্ব পোর্টালে নিজেদের ফলাফল দেখতে পারবে। আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (subject choice) দিতে পারবে।

‘ডি’ ইউনিটের দুইটি পালায় মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম পালায় মোট আসন ২৯৪টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯। দ্বিতীয় পালায় মোট আসন ২৯৬টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৭১ আসন।

‘সি’ ইউনিটের দুইটি পালায় মোট আসন সংখ্যা ৫২০টি। প্রথম পালায় মোট আসন ২৩০টি। সব কয়টি আসন বাণিজ্য অনুষদের জন্য। দ্বিতীয় পালায় মোট আসন ২৯০টি। যার মধ্যে বাণিজ্যের জন্য ২৩০ আসন, মানবিক ১৬ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৪৪ আসন।

‘সি’ ইউনিটের তিনটি পালায় মোট আসন সংখ্যা ৭৮৫টি। প্রথম পালায় মোট আসন ২৯৪টি। মানবিক ২১৬, বাণিজ্য ৩৭, বিজ্ঞান বিভাগের জন্য ৪১। দ্বিতীয় পালায় মোট আসন ২৯২টি। যার মধ্যে মানবিক ২১৮, বিজ্ঞান ৩৯, বাণিজ্য বিভাগের জন্য ৩৫।  তৃতীয় পালায় মোট আসন ১৯৯টি। মানবিক ১২৪, বিজ্ঞান ৬৫, বাণিজ্য বিভাগের জন্য ১০।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub