রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঋণ পরিশোধে চাপ বেড়েছে সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

জুলাই পরবর্তী দেশের রফতানি আয় এবং প্রবাসী আয় অর্থনীতিতে আশার সঞ্চার করলেও ঋণ পরিশোধে চাপ বেড়েছে সরকারের। প্রকল্পে ঋণের প্রতিশ্রুতি কমিয়ে দিয়েছে সহযোগীরা। বিপরীতে বেড়েছে আগের নেওয়া ঋণগুলো পরিশোধের চাপ। গত আট মাসে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৬৭ শতাংশের বেশি।

সোমবার (২৪ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


বিজ্ঞাপন


ইআরডি’র তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণ প্রতিশ্রুতি এসেছে প্রায় ২৩৫ কোটি ৩৩ লাখ ডলারের। আগের বছরের একই সময়ে এসেছিল ৭২০ কোটি ডলারের বেশি। অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৬৭ দশমিক ৩২ শতাংশ।

ঋণ প্রতিশ্রুতি কমার পাশাপাশি দেশের অর্থনীতিতে বিদেশি মুদ্রা আসার অন্যতম উৎস প্রকল্পে অর্থ ছাড়ও কমেছে। ফেব্রুয়ারি শেষে অর্থ ছাড় হয়েছে ৪১৩ কোটি ৪৪ লাখ ডলার। গত বছরের একই সময়ে উন্নয়ন সহযোগীরা বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড় করেছিলেন ৪৯৯ দশমিক ৫২ শতাংশ। বছরের ব্যবধানে এ অর্থ ছাড়ের হার কমেছে ১৭ দশমিক ২৩ শতাংশ।

বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা আগে যেসব ঋণ দিয়েছিল, সেসব ঋণ পরিশোধের চাপ এখন প্রতিমাসেই বাড়ছে। ফেব্রুয়ারি পর্যন্ত গত আট মাসে ঋণ পরিশোধ করতে হয়েছে ২৬৩ কোটি ৬৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এ ঋণ পরিশোধের পরিমাণ ৩১ হাজার ৬৫৯ কোটি টাকা। আগের বছর একই সময় বাংলাদেশ পরিশোধ করেছিল ২০৩ কোটি ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২২ হাজার ৩২৪ কোটি টাকা।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন