বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওমরদিঘীতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ কুন্দুরহাট হাইওয়ে পুলিশের সদস্য আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন— বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫), পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) ও অজ্ঞাত পুরুষ (৩৫) । আহত এই ৭ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওসি আব্বাস আলী জানান, সোমবার (১২ জুন) সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক ও সহকারীসহ বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পরেই দ্রুত সময়ে বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান হাইওয়ে থানা পুলিশের এই কর্মকর্তা।
টিবি