কর্ম সৃজন প্রকল্পের টাকা মোবাইল নাম্বার হ্যাক করে আত্মসাৎ করায় ওমর আলী শেখ (৬০) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।
শনিবার (১০ জুন) রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শ্রমিক কাজদিয়া গ্রামের আবুল করিম শেখের ছেলে ওমর আলী শেখ (৬০)।
তিনি বাড়ির পাশের একটি জামরুল গাছে নিজের লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন-চার মাস আগে ওমর আলীর সিম হ্যাক করে একটি চক্র কর্ম সৃজন প্রকল্পের ১৬ হাজার টাকা হাতিয়ে নেয় এক প্রতারক। তারপর থেকে ওমর আলী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন। এর আগেও ওমর আলী আত্মহত্যার চেষ্টা চালান। তবে পরিবারের সদস্যদের কারণে করতে পারেনি।
বিজ্ঞাপন
রূপসা থান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন বিষয়টি জানিয়ে বলেন, সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানতে পারি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।
প্রতিনিধি/এসএস