জেলার টঙ্গীবাড়ীতে বজ্রপাতে অপূর্ব মন্ডল (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুন) বেলা ১টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত অপূর্ব ওই এলাকার উত্তম মন্ডলের ছেলে। চার ভাই বোনের মধ্যে অপূর্ব তৃতীয়।
প্রতিবেশী ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশেই বালুর মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করছিল শিশুটি। এসময় বৃষ্টি শুরু হলে পুকুর থেকে কই মাছ উঠবে এটি দেখার জন্য পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে সে।
পরে বজ্রপাতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পাশ্ববর্তী দোকানদার ও বাড়ির লোকজন এসে অপূর্বকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বিজ্ঞাপন
পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার বলেন, দুপুরে বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়। পরে আমি থানা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানাই। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে শিশুটির বিষয় খোঁজ-খবর নেয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন বলেন, বজ্রপাতে শিশু মৃত্যুর খবর ফোনের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস