জেলায় হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য দেওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দিতে এ ঘটনা ঘটে। আহত সুকদেব মন্ডল (৪২) ওই এলাকার প্রেমানন্দ মন্ডলের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০২২ সালের ১১ মে কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি এলাকার মৃত মানিক মন্ডলের ছেলে ঝন্টু মন্ডল ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলায় চালায় প্রতিবেশী ও কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ব্যাপারী। এই ঘটনার পরদিন আনোয়ারসহ বেশ কয়েকজনের নামে কালকিনি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী।
পরে ২০২২ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা বিরাজ দাস আনোয়ার ব্যাপারীসহ ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে আসেন দিনমজুর সুকদেব। পরে বাড়ি ফিরে ঘরের সামনে সড়কের সঙ্গে ভ্যান ও ইজিবাইক মেরামতের গ্যারেজে কাজ শুরু করেন তিনি। রাত ৮টার দিকে আনোয়ার ব্যাপারী ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুকদেবের ওপর অতর্কিত হামলায় চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
এসময় ওই দিনমজুরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের লোকজন সুকদেবকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।
আহত সুকদেব মন্ডল বলেন, হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আনোয়ার ব্যাপারী ও তার লোকজন। আমার অপরাধ আমি মামলায় কেন সাক্ষী দিলাম। এর কঠিন বিচার চাই।
বিজ্ঞাপন
আগের মামলার বাদী ঝন্টু মন্ডল বলেন, আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ার ও তার লোকজন হুমকি দিয়েছে। তার কয়েক ঘণ্টা পরে এমন হামলা মেনে নেওয়া কঠিন। এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে অভিযুক্ত আনোয়ার ব্যাপারী বলেন, আমি কিংবা আমার পরিবারের লোকজন এই ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে প্রতিহিংসার জেরে মিথ্যা নাটক সাজিয়েছে তারা। আমি কখনই সুকদেব কিংবা মামলার বাদীকে হুমিকও দেইনি।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অহিদুজ্জামান বলেন, আহত সুকদেবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সতত্যাও পেয়েছে।
প্রতিনিধি/এসএস