শরীয়তপুরের সখিপুর থেকে হাবিবুল্লাহ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) ভোর ৪টার দিকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন এলাকার বাজার টয়লেটের পাশ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
নিহতের পিতার নাম রাজ্জাক আলী মোল্লা।
বিজ্ঞাপন
জানা যায়, বাবার সাথে মায়ের তালাক হওয়ার পর শিশুটি বেশির ভাগ সময় তার নানা বাড়িতেই থাকতো।
শিশুটির নানি শাহিদা বেগম জানান, আমার নাতির সাথে কারোর কোন শত্রুতা ছিলো না। গতকাল দুপুরে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাহির হয়েছে। মনে করেছি নাতি তার মায়ের কাছে গিয়েছে। আজ দেখি আমার নাতির লাশ। কে বা কেন আমার নাতিকে মেরেছে আমার জানা নেই।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার বা কেউ এখনো কোন মামলা করেনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।
এইচই