রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইসলামপুরে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

জেলার ইসলামপুরে ইজিবাইকচাপায় মুসলিমা আক্তার (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের বড় মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত মুসলিমা আক্তার ডিগ্রিরচর গ্রামের মজিবর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশু মুসলিমা আক্তার বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী চালকসহ ইজিবাইকটি আটক করেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ইজিবাইক চাপা পড়ে শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষ শিশু মৃত্যুর তথ্য জানা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন