জেলার ডাসার উপজেলায় পুকুরে ডুবে আরিফুল নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আরিফুল ওই এলাকার জাহিদুল মাতুব্বরের ছেলে।
স্বজনদের বরাতে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় আরিফুল।
দীর্ঘসময় তাকে দেখতে না পেলে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রতিনিধি/এসএস