ফরিদপুরে প্রায় ১০০ মেট্রিক টন চাল, গম ও ধান আত্মসাতের মামলায় চরভদ্রাসনের উপখাদ্য পরিদর্শক মো. ছানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৪ মে) বেলা আড়াইটার দিকে জেলা খাদ্য অফিসের সামনে থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
দুদক সূত্রে জানা গেছে, ছানোয়ার হোসেন ২০২২ সালের ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর চরভদ্রাসন খাদ্যগুদামের উপখাদ্য পরিদর্শক ছিলেন। ওই সময় প্রায় ৭৪ মেট্রিক টন চাল, ২০ মেট্রিক টন ধান, ৪ মেট্রিক টন গম ও ৯ হাজার খালি বস্তা আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এরপর ২০২৩ সালের ১১ এপ্রিল মামলা করেন দুদকের সহকারী পরিচালক আবুল বাসার। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন।
দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ইমরান আকন আজ বেলা আড়াইটার দিকে ছানোয়ার হোসেনকে জেলা খাদ্য অফিসের এলাকা থেকে গ্রেপ্তার করেন।
জেলা খাদ্য কর্মকর্তা মো. ফরহাদ খন্দকার বলেন, বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর ছানোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত এবং চরভদ্রাসন থেকে বোয়ালমারীতে বদলি করা হয়। এরপর দুদক তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আজ তাকে গ্রেফতার করেছে দুদক।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইচই