নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কলেজছাত্রসহ ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোনাইমুড়ী সরকারি কলেজের ছাত্র নাইমুল হোসাইন রিফাত (১৮) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং রাসেল (২৬) নামে একজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ মে) দুপুর ২টার দিকে কলেজ সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
জানা যায়, প্রেম সংক্রান্ত জেরে রাসেল ও রিফাতের দুইদিন পূর্বে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার দুপুরে রাসেল কলেজ গেটের সামনে থেকে হালিমা দিঘীর পাড় যাওয়ার জন্য সিনএনজি স্টেশনে আসলে রিফাত ও তার অনুসারীরা তাদের কাছে আসে। এসময় উভয়ের মাঝে ঝগড়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে রাসেল ও রিপাত আহত হয়। আহত অবস্থায় তাদের দুজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে প্রাথমিক চিকিৎসা দেন এবং রাসেলকে হাসপাতালে ভর্তি করান।
সোনাইমুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুর রহমান বলেন, গতকাল দুপুরে কলেজের সামনে এবং ভেতরে কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে বহিরাগত কিছু যুবকের সংঘর্ষ হয়। এসময় দুপক্ষের দুইজন আহত হওয়ার খবর শুনেছি। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি থানা পুলিশকে এবং স্থানীয় সংসদ সদস্যকে অবগত করি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পক্ষের কেউই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এইচই