কুমিল্লার দেবিদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ’র আয়োজনে সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ মে) দুপুরে দেবিদ্বারে অবস্থিত ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুল অডিটোরিয়ামে কার্ড বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গুনাইঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি।
উল্লেখ্য, স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে একজন সেবাগ্রহীতা টেলিকনফারেন্সের মাধ্যমে আওতাভুক্ত চিকিৎসকদের সেবা নিতে পারবে। এ সেবা এলাকার মানুষদের স্বাস্থ্যসেবায় অগ্রণী ভুমিকা পালন করবে বলে ধারণা করছেন সচেতনমহল।
সভাপতির বক্তব্যে ডাতার ফেরদৌস খদকার বলেন, শেখ হাসিনার আমলে দেশ স্বাস্থ্যসেবা খাতে অনেকদূর এগিয়ে গেছে। আজ মানুষ জরুরি প্রয়োজনে ঘরে বসে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পাচ্ছে। সরকারি হাসপাতাল গুলোতেও স্বাস্থ্য সেবার মান অভাবনীয় অগ্রগতি এসেছে।