রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মাগুরার মহম্মদপুর উপজেলায় পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে লিটন মোল্লা (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধোয়াইল বাজার এলাকায় মহম্মদপুর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


লিটন নড়াইল জেলার হবখালীর জয়দেবপুর ডুমুরতলা এলাকার ছরোয়ার মোল্লার ছেলে।

মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী রিপন বলেন, লিটন বিকেলে মোটরসাইকেল চালিয়ে ধোয়াইল বাজার এলাকা পার হচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। লিটনকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর