রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামে প্রায় ৪ বিঘা জমির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আব্দুল ওহাব।

তিনি জানান, মাছের সঙ্গে শত্রুতা এটা দুঃখজনক। আমরা পুকুরটি পরিদর্র্শন করেছি। মৎস্যখামারীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আপরাধীদের গ্রেফতারসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ক্ষতিগ্রস্ত দুই মৎস্যখামারী সুশান্ত রাজবংশী ও শামীম প্রামানিক জানান, গত ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছি। এর আগে কোনদিন এরকম ঘটনা ঘটেনি। এ বছর অর্থাভাবে শামীম ভাইকে অংশীদার করেছি। পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে পোনা মাছ মরে প্রায় ৪ টাকার ক্ষতি হয়েছে।

শামীমের ভাই রিয়াজুল জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বেলজানি গ্রামের প্রফেসর শাহিনুল ইসলাম গ্রুপের আবুল কালাম আজাদ সিকদারের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। বেশ কয়েকদিন রাজিব সিকদার, ইমাম সিকদার, আলীম শেখকে পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানিয়েছি। এছাড়াও এ বিষয়ে মাছগুলো পরীক্ষার জন্য মৎস্য অধিদপ্তরের ল্যাবে পাঠানের ব্যবস্থা করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন