দিনাজপুরের হিলি সীমান্তে সাহাবুল হোসেনকে (২৩) গুলি করে হত্যার ২৪ ঘণ্টা পার হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশ ফেরত দেয়নি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাহাবুলের লাশ ফেরতের বিষয়ে শনিবার বিকেলে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। রাতে আরেক দফা পতাকা বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
বিজ্ঞাপন
হাকিমপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধরনা ফকিরপাড়া মহল্লা সংলগ্ন রেলওয়ে লাইনের পশ্চিমে ভারতের হিলি থানার কুণ্ডুপাড়ায় দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ভিড় করেন। খোঁজ নিয়ে জানা যায়, ২৮৫ মেইন পিলারের ২৫ সাব-পিলার এলাকায় ভারত সীমানার ৩০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে সাহাবুল আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের হিলির গ্রামীণ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সাহাবুল ধরনা ফকিরপাড়া মহল্লার আবুল হোসেন মণ্ডলের ছেলে। নিহতের স্ত্রী বাবলী আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মেয়ের খাবার আনতে বের হয়ে সাহাবুল আর বাড়ি ফেরেননি। শুক্রবার বিএসএফের গুলিতে তার মৃত্যুর খবর দেন স্থানীয়রা।
দিনাজপুর সেক্টরের অধীনে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফ দুই রাউন্ড গুলি চালায়। এতে এক যুবক নিহত হলে তারা লাশ নিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দে ভিড় করলে তাদের সরিয়ে বাংলাদেশ অংশে নিরাপত্তা জোরদার করা হয়। লাশ আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
টিবি