রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সেই জাহাজের মাস্টার-চালকসহ ৮ জন রিমান্ডে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img
জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চটি রোববার ডুবে যায়।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় ঘাতক কার্গো জাহাজের মাস্টার, চালকসহ আটজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঘটনা সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করবে নৌপুলিশ।

সোমবার (২১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কাউসার আলম এই রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


এরে আগে নৌপুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকালের (২০ মার্চ) ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ আটজনকে আসমি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক বাবু লাল বদ্য বন্দর থানায় এই মামলা করেন। সোমবার দুপুরে মামলটি নথিভুক্ত করা হয়।

মামলার আসামিরা হলেন, এমভি রূপসী-৯ নামের কার্গো জাহাজের প্রথম শ্রেণির মাস্টার রমজান আলী, ২য় শ্রেণির মাস্টার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও মো. নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াছিন মিয়া, গ্রীজার রিয়াদ হোসেন ও সুকানী জাহিদুল ইসলাম।

গতকাল রোববার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। লঞ্চটিতে অর্ধ-শতাধিক যাত্রী ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চারজন।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন