দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি বছরের জানুয়ারি মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৩ কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০ কোটি টাকা বেশি। গত বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩৩ কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম।
বিজ্ঞাপন
জানা গেছে, গত বছর ডিসেম্বর মাসে এই বন্দরে গড়ে প্রতিদিন ১৬০ থেকে ১৮০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতো। চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে প্রবেশ করেছে ২৭০ থেকে ২৯০টি পণ্যবাহী ট্রাক।
হিলি স্থলবন্দরের শ্রমিক সর্দার গোলাম মোর্শেদ বলেন, ‘এই বন্দরে আমদানি বৃদ্ধি পেয়েছে তাই শ্রমিকদের কাজের পরিমাণও অনেক বেড়ে গেছে। সরকারি বিধিনিষেধ অনুযায়ী বন্দরে শ্রমিকরা লোড-আনলোডের কাজ করছে। শ্রমিকদের করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই লোড-আনলোডের কাজ চলছে।’
এইচই/এএ