দ্রুতগামী নৈশকোচের ধাক্কায় রংপুরের তারাগঞ্জে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তারাগঞ্জের খিয়ার জুম্মা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানিয়েছেন, রাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন- বদরগঞ্জ উপজেলার সুবোধ চন্দ্রের ছেলে রতন (৩০) ও একই এলাকার নারায়ণ চন্দ্রের ছেলে পবিত্র।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের লাশ প্রাথমিকভাবে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
/আইএইচ