রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় জবাই করা ২ হরিণ জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী এলাকা হতে দুইটি জবাই করা হরিণ, একটি হরিণের মৃত বাচ্চা এবং একটি নৌকাসহ দেশীয় অস্ত্র দা, বটি জব্দ করেছে বন বিভাগ।

শনিবার (১৬ জুলাই) সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সুতারখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জওয়ান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, শনিবার শেষ রাত থেকে সন্দেহজনক একটি নৌকার পিছু নেয় বন বিভাগ। পরে উপজেলার সুতারখালী এলাকার সিদ্দিক গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুইটি জবাই করা হরিণ, একটি মৃত হরিণের বাচ্চা এবং রক্তমাখা দেশীয় অস্ত্র দা, বটি ও এ কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায় বলে তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর