রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাদুল্লাপুরে গণঅভ্যুত্থানে হতাহতদের সম্মাননা প্রদান

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ১০:০৯ এএম

শেয়ার করুন:

loading/img

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হতাহতদের সম্মাননা দেওয়া হয়েছে। একইসঙ্গে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার আর এ গণি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানটির আয়োজন করে আইয়ুব আলী-রহিমা খাতুন ফাউন্ডেশন ও আর এ গণি স্কুল অ্যান্ড কলেজ।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে আলোচনা সভার সভাপতিত্ব করেন, আর এ গণি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাদুল্লাপুর উপজেলার সন্তান ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন।

আরও পড়ুন

কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা প্রশাসক, চৌধুরী মোয়াজ্জম আহমদ, সিভিল সার্জন রফিকুজ্জামান, ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটু, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক শাহজাহান সাজু, ওসি তাজ উদ্দিন খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শিক্ষক আকুল আকন্দ।


বিজ্ঞাপন


প্রধান অতিথি মোতাহার হোসেন বলেন, আমি সাদুল্লাপুর-গাইবান্ধা উন্নয়নের স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়নের চেষ্টা করছি। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও ঘাঘট নদী শাসনের আশ্বাস দেন তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub