যশোর উৎসব ও ধর্মীয় আবহের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রথম ঈদের জামাত।
এতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং ফিলিস্তিনের জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করেন ইমাম।
বিজ্ঞাপন
জামাতে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌর প্রশাসক রফিকুল হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খানসহ হাজারো মুসল্লি অংশ নেন।
এদিকে, যশোর খুলনা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদসহ শহর ও গ্রাম অঞ্চলের ঈদগাহ ও পাড়া-মহল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা বিগত বছরগুলোতে পারেনি। মানুষের মধ্যে কোনো ভয় বা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি।’
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসতে পারেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি