রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ-কালা লাভলুসহ গ্রেফতার ১১

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img

খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ, নৌবাহিনীর সদস্যদের যৌথ অভিযান চলাকালে তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ বাহিনীর সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এসময় তিন পুলিশ সদস্যসহ আই শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পলাশ বাহিনীর প্রধান পলাশসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

thumbnail_IMG-20250330-WA0003


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, পলাশ বাহিনীর প্রধান নগরীর মিন্ত্রীপাড়া এলাকার আব্দুল হান্না শেখের ছেলে শেখ পলাশ, ডালমিল রোড এলাকার সাত্তার মিয়ার ছেলে রুবেল কালা লাভলু, বানরগাতি এলাকার আব্দুর রহমান গাজীর ছেলে সৈকত রহমান, একই এলাকার আশরাফ আলী সরদারের ছেলে মহিদুল ইসলাম, মো. রমিজুল হাওলাদারের ছেলে গোলাম রব্বানী, বটিয়াঘাটা সুরখালি এলাকার মো. আহমদ খাঁর ছেলে মো. আরিফুল, মুসলমানপাড়া এলাকার মৃত শরীফ মো. আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ লিয়ন শরীফ, বাগমারা মেইন রোড এলাকার মাসুদ আলম জয়নালের ছেলে ইমরানুজ্জামান, নিরালা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে ইমরান, পশ্চিম বানিয়াখামার এলাকার রাজ্জাকের ছেলে রিপন ও রূপসা বাগমারা এলাকার ইজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন।

thumbnail_IMG-20250330-WA0002

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি পিস্তল, একনলা শর্টগান একটি, একটি কাটা বন্দুক, চাইনিজ কুড়াল একটি ও একটি চাপাতিসহ কয়েক রাউন্ড গুলি। এছাড়াও সাতটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

চেল্লাখালী নদীতে অভিযান চালিয়ে ৯৫ ড্রেজার ধ্বংস, তিনজনের কারাদণ্ড

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আজম খান জানান, গতকাল রাত ১২টার দিকে তারা জানতে পারে সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় গাড়িচালক মো. আব্দুর রহমান গাজীর বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে। এসময় তারা ও যৌথবাহিনী মিলে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। আইনশৃঙ্খলা বাহিনীও পালটা গুলি করে। এসময় ১১ আসামিকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

thumbnail_IMG-20250330-WA0005

তিনি বলেন, এই অভিযান তিন পুলিশসদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সকালে সংবাদ সম্মেলন করে আরও বিস্তারিত জানানো হবে।

নৌ বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা জানান, তাদের অভিযানে সন্ত্রাসীদের এই দুই বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের অবস্থান জানতে পেরে সন্ত্রাসীদের মধ্য থেকে দুজন পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রায় চার ঘণ্টা ধরে এই অভিযান চলে।

আরও পড়ুন

সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকা ডুবে নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু

গ্রেফতার শেখ পলাশ ও অন্যান্যদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে খুলনা জেলায়। সে খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে গ্রেফতার করিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে পূর্বে ঘোষণা করে পুলিশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub