বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদে ৮ দিন নাকুগাঁও স্থলবন্দর বন্ধ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর টানা আটদিন বন্ধ থাকবে। তবে, ঈদের দিনসহ প্রতিদিন নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

thumbnail_Nakugaon_Landport_Pic-2


বিজ্ঞাপন


স্থলবন্দরের তথ্যমতে, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রফতানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম শনিবার (২৯ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা আট দিন বন্ধ থাকবে। আগামী রোববার (৬ এপ্রিল) থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হবে।

thumbnail_Nakugaon_Landport_Pic-1

নাকুগাঁও স্থলবন্দরের ব্যবসায়ী নেতারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিন নাকুগাঁও স্থলবন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।

thumbnail_Nakugaon_Landport_Pic-4


বিজ্ঞাপন


নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নাকুগাঁও স্থলবন্দর আট দিন অর্থাৎ ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে, ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এতে যাত্রী পারাপারে কোনো প্রকার সমস্যা হবে না।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন