ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর টানা আটদিন বন্ধ থাকবে। তবে, ঈদের দিনসহ প্রতিদিন নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
বিজ্ঞাপন
স্থলবন্দরের তথ্যমতে, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রফতানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম শনিবার (২৯ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা আট দিন বন্ধ থাকবে। আগামী রোববার (৬ এপ্রিল) থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হবে।
নাকুগাঁও স্থলবন্দরের ব্যবসায়ী নেতারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিন নাকুগাঁও স্থলবন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নাকুগাঁও স্থলবন্দর আট দিন অর্থাৎ ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে, ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এতে যাত্রী পারাপারে কোনো প্রকার সমস্যা হবে না।
প্রতিনিধি/এসএস