রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে ঈদ ঘিরে চেকপোস্ট বসিয়ে র‍্যাবের তল্লাশি  

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৩টায় জেলা শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনে এ ধরনের একটি চেকপোস্ট বসানো হয়।


বিজ্ঞাপন


এ সময় সেখানে মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।

বৃহস্পতিবার ৩টায় নোয়াখালী জেলা শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন নোয়াখালী র‍্যাব -১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

এ সময় তিনি বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে জানানোর অনুরোধও করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে এই কার্যক্রম চলবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub