বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সংরক্ষিত বনাঞ্চলে গন্ধগোকুল অবমুক্ত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পুনর্বাসন এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।  


বিজ্ঞাপন


এ সময় খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা এস. এম মোশাররফ হোসাইন ও বন কর্মীরা উপস্থিত ছিলেন।  

খাগড়াছড়ির বন কর্মকর্তারা জানান, গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় স্থানীয় জনসাধারণ গন্ধগোকুলটিকে দেখে আটক করে পরে বনবিভাগকে খবর দেয়। তখন আমরা স্থানীয়দের সহযোগিতায় একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করি। পরে প্রাণীকে সেবা দিয়ে সকালে আমরা সেটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করি।  

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গন্ধগোকুল আগে পাহাড়ে প্রচুর দেখা যেত, তবে এখন কমে গেছে। আমরা চাই - সব বন্যপ্রাণী প্রকৃতিতে তাদের মতো করে বেঁচে থাকবে, খাঁচায় থাকবে না। 
তিনি বলেন, গন্ধগোকুল আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে। গন্ধগোকুলের ইংরেজি নাম ‘এশিয়ান পাম সিভেট’ এবং বৈজ্ঞানিক নাম প্যারাডক্সুরাস।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub