রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে ৩ কসমেটিক্সের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩টি কসমেটিক্সের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার টঙ্গীবাড়ি বাজারের কাজী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 


বিজ্ঞাপন


এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ওফা কসমেটিকসে মনিটরিং কালে দেখা যায় যে, এম আর পি বিহীন কসমেটিকস সহ বিভিন্ন পণ্য দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। এজন্য দোকানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া সাগর ও ওয়ান কালেকশন কসমেটিকসে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করার অপরাধে দোকানটি দুইটিকে পাঁচ হাজার টাকা করে,মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে এ সময় মার্কেটের কসমেটিকস ও কাপড়ের দোকান সমূহে মনিটরিং করা হয়। 

পণ্যের মূল্য এবং পণ্য ক্রয়ের রসিদ যাচাই করা হয়। একই সময় মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রি না করতে নির্দেশনা দেয়া হয় বিভিন্ন ব্যবসায়ীদের। অভিযানে এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub