শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইনশাআল্লাহ কখনোই গাজা মুছে যাবে না, এটা কোরআনের ওয়াদা: শেখ মাহেদী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজা জ্বলছে, গাজা পুড়ছে, নিঃশ্বেষ হয়ে যাচ্ছে। একের পর ইসরায়েলি মিসাইলের আঘাতে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন। সম্প্রতি বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায়, মিসাইলের আঘাতে মানুষ ১০-১৫ তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে। এ যেনো ছাড়িয়ে গেছে আধুনিক বিশ্বের সকল বর্বরতাকে। 

কোথায় আজ মানবাধিকারের কথা বলে গলা ফাটানো সংস্থাগুলো? কোথায় আজ মানবিকতা? কোথায় আজ বিবেক? ঠিক এই প্রশ্নগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে ছেয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি এবং ভিডিও চিত্র দেখে কাঁদছে বিশ্বের সব প্রান্তে থাকা সাধরন মানুষের অন্তর। গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন টাইগার ক্রিকেটার নাহিদ রানা ও শেখ মাহেদী হাসান।


বিজ্ঞাপন


shekh_mahedi

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহেদী হাসান লিখেছেন, ‘গাজা আজকেই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন আছে। কারণ এটা কোরআনের ওয়াদা। এটা রাসূলের জবান। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। ঈমান শক্ত করেন একজন মুসলিমের ঈমান হবে লোহার চেয়ে বেশি শক্ত।’

nahid_rana

‘ইনশাআল্লাহ কখনোই না গাঁজা মুছে যাবে না। ইতিহাসে লিখা আছে এই যুদ্ধ চলবে চলতে চলতে সকল মুসলিম দেশে আস্তে আস্তে শুরু হবে যখন মুসলিম দেশ শূন্য হবার কাছে তখনি দাজ্জালের আগমন হবে। গাজা মুছে যদি এখনি যায় তাহলে কেয়ামত বেশি দূরে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন।’


বিজ্ঞাপন


এদিকে টাইগার পেস তারকা নাহিদ রানা ফেসবুক পোষ্ট করে লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন