শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মামলায় সাক্ষী হওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি যুবলীগ নেতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় সাক্ষী হওয়ার কারণে মেহেদী হাসান তালুকদার নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে জেলা যুবলীগের সদস্য রাকিব তালুকদারের বিরুদ্ধে।

গতকাল রোববার বিকেলে ঝালকাঠি বাসন্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) সকালে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি এবং ঝালকাঠি সেনাক্যাম্পে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।


বিজ্ঞাপন


অভিযুক্ত রাকিব তালুকদার শহরের মহিলা কলেজ এলাকার মৃত বাবুল তালুকদারের ছেলে।

লিখিত অভিযোগে ব্যবসায়ী মেহেদী হাসান জানান, তিনি গাজী ব্রিকস নামে একটি ইটের ভাটার অংশীদারী ব্যবসায়ী। এর আগে তাদের কাছে রাকিব তালুকদার চাঁদা দাবি করে। এছাড়া, তাদের ভাটার থেকে জোর করে চালান স্লিপ ছাড়া ইট নিয়ে গেলে গাজী ব্রিকস-এর প্রোপাইটর মোঃ মিজানুর রহমান সিকদার বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এটি পরে ঝালকাঠি সদর থানায় এজাহার হয়। এই মামলায় তিনি ৭ নম্বর সাক্ষী থাকায় ক্ষিপ্ত হয়ে গতকাল বিকেলে বাসন্ডা ব্রিজ সংলগ্ন মেসার্স সরদার এন্ড সন্স-এর সামনে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত রাকিব তালুকদারকে একাধিকবার ফোন দিলেও কোন সাড়া পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub