রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

দৃষ্টি প্রতিবন্ধী নারী ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

loading/img

দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত মতিন চন্দ্র বর্মনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মতিন চন্দ্র বর্মন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চতরা ইউপির বড় ভগবানপুর গ্রামের যতিন চন্দ্র বর্মনের ছেলে।

শনিবার (২২ মার্চ) রাত ৯টায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবর ভুক্তভোগী ওই নারীকে বাড়িতে রেখে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে যান তার স্বামী। এ অবস্থায় বাড়িতে একলা পেয়ে মতিন চন্দ্র বর্মন যৌন লালসা চরিতার্থ করতে বাড়িতে কৌশলে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি ও চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত মতিন চন্দ্র বর্মন দৌড়ে পালিয়ে যায়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে স্ত্রীর কাছে বিস্তারিত জেনে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে কয়েকদফায় অভিযান পরিচালনা করেও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনির পর যুবক আটক

পরে তথ্য প্রযুক্তির আওতায় ও র‌্যাব ১১ এর সহায়তায় রোববার (২২ মার্চ) মুন্সিগঞ্জের এক ইটভাটা থেকে পলাতক আসামি মতিন চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার আসামিকে স্কট করে পীরগঞ্জ থানায়  নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত আছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেফতার আসামিকে মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ শেষে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটি তদন্ত শেষে অনতিবিলম্ব অভিযোগ পত্র দাখিল করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub