রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের কোর্টরোড ও সেন্ট্রাল রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. আল আমিন।


বিজ্ঞাপন


এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জেলা শহরের কোর্টরোড এলাকার টিফিনস রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সেন্ট্রাল রোডের ঈশিকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং একটি লেডিস কাপড়ের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub