প্রবাসীদের ভোট দান নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) প্রক্সি ভোটের বিধান যুক্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৬ এপ্রিল) ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীরা যাতে ঝামেলাবিহীন ভোট প্রদান করতে পারে এজন্য প্রক্সি ভোটের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ভোট প্রদান করতে চাইলে প্রবাসীদের ৩০ দিন আগে আবেদন করে বাবা, মা, ভাই, বোন, স্বামী, স্ত্রী ও ভাই-বোনের সন্তানদের মধ্য থেকে যেকোনো একজনকে নির্ধারণ করে দিতে পারবেন তার প্রক্সি ভোট।
বিজ্ঞাপন
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, যেহেতু নতুন পদ্ধতি এজন্য আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) প্রক্সি ভোট নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ আছে। তারপর এ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রক্সি ভোটের বিধান আরপিওতে যুক্ত করবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, যেহেতু নতুন একটা বিধান; তাহলে তো একটা আইন করতে হবে। আইন করার পর তা আরপিওতে যুক্ত করা হবে।
এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বর্তমানে প্রবাসীদের জন্য বিদ্যমান পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর নয়। কারণ এর মাধ্যমে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রক্সি ভোটিং ব্যবস্থা চালু করতে ওয়ার্কশপ ও আলোচনা সভা করা হবে এবং রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হবে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে এ ব্যবস্থাটি চালুর জন্য কতদিন লাগতে পারে; সে বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া সম্ভব হবে। তবে এটি কার্যকর করতে আইন পরিবর্তন করতে হবে।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এফএ