রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁও
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক চিঠিতে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয় ওসি বারীকে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম।

চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক মো. আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। 

গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলমের স্বাক্ষরিত চিঠিতে বদলির আদেশ দেওয়া হলেও ওই বদলির আদেশ নানা কৌশলে বাতিল করেন ওসি আব্দুল বারী।

জানা গেছে, গত বছরের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. আব্দুল বারী যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে মামলা বাণিজ্য ও গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ হেডকোয়াটার্সে আইজিপি বরাবর এমন কয়েকটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ছাড়া ওসির দায়িত্ব পালনের সময় এই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল। প্রতিনিয়ত ঘটতো ছুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা অহরহ। এ ঘটনায় তাকে বদলি করা হয়েছিল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন