শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

বোরকা পরে পালানোর সময় ধর্ষক আটক, গণধোলাই

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় ধর্ষককে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। পরে গণধোলাই শেষে শাহ আলম নামের ওই ধর্ষককে পুলিশে সোপর্দ করেছে তারা। আজকে আদালতে তোলা হয়েছে তাকে।

বুধবার (১৯ মার্চ) সকালে আটক অভিযুক্তকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।


বিজ্ঞাপন


thumbnail_4

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাহ আলম (৪০)। পরে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পাঠায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার, ভিখারির মেয়েকে ধর্ষণের অভিযোগ

এদিকে এ ঘটনাটি জানাজানি হলে পালিয়ে যায় ধর্ষক। রাত ৯টার দিকে বোরকা পরে পালানোর সময় ধর্ষক শাহ আলমকে (৪০) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আটক করে স্থানীয় লোকজন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।


বিজ্ঞাপন


thumbnail_3

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, রাতেই অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়েছে। আজকে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন