সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জ পুলিশ সুপারের মহাসড়ক-নৌ ঘাট পরিদর্শন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মহাসড়কের ৩৬ কিলোমিটার সড়ক-পথসহ পাটুরিয়া-আরিচা নৌ ঘাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন।

রোববার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ সব জায়গা পরিদর্শন করে পুলিশ সুপার।


বিজ্ঞাপন


পরিদর্শন শেষে পাটুরিয়া ঘাটে পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কসহ ঘাট এলাকায় ইউনিফর্মসহ-সাদা পোশাকে মোতায়েন থাকবে ৬০০ পুলিশ। পাশাপাশি জন-নিরাপত্তা এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা।

আরও পড়ুন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

তিনি আরও বলেন, কেউ যেন চাঁদাবাজি করতে না পারে এবং অতিরিক্ত দামে যানবাহন ও নৌযানের টিকিট বিক্রয় করতে না পারে এবার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এছাড়াও অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো যানবাহন ও লঞ্চ চলাচল করতে না পারে এর জন্য পুলিশ সদস্যরা মাঠে থাকবে। সব মিলিয়ে এবার ঈদ যাত্রায় যাত্রীদের মানিকগঞ্জ প্রান্তে ভোগান্তিতে পরতে হবে না বলে জানান এই পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সূজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) উমতিয়াজ মাহবুব, ট্র্যাফিক পুলিশের এডমিন হামিদুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন