চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামে আট বছরে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে খাসকররা রাইসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আমির হামজা আলমডাঙ্গা রাইসা গ্রামের আবু জাফরের ছেলে।
স্থানীয়রা জানান, আমির হামজা মাদরাসায় লেখাপড়া করত। মাদরাসার পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মাসুদুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ