রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে দেড় লাখ শিশু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় দেড় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ।

চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ রোগ নিরোধ ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, আগামী ১৫ মার্চ চুয়াডাঙ্গায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৩৬৩ জন ও ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জনসহ সর্বমোট ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ১ থেকে ৫ বছর বয়সের সকল শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১টি লাল রঙের ও ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন