শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর গাছে বাসের ধাক্কা, আহত ১৩

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১১:১৩ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রী বহন করা বাসের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মাকসুদুর রহমান। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। যানটি চাপ্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসটির অন্তত ১৩ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub