শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকায় ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২)। এ ঘটনায় একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২১) গুরুতর আহত হয়েছেন।  


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে বেড়াতে যায়। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়।

অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সেলিম নামের আরেকজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন