চুয়াডাঙ্গায় বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলে সারা জেলায় কর্মরত কয়েক হাজার ইটভাটা শ্রমিক ও ভাটা মালিকরা অংশ গ্রহন করেন।
এ সময় ভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, এবং পরিবেশ ও বন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ঈদুল ফিতর পর্যন্ত জেলার সকল ইটভাটা চালু রাখার দাবি জানিয়ে বলেন, জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশ বাতিল করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিকদের হয়রানি বন্ধ করতে হবে। তারা আরও বলেন, যদি ইটভাটা বন্ধ করা হয়, তবে সরকারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পাশাপাশি, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়ণপত্র নেওয়ার বাধ্যবাধকতা বাতিলেরও দাবি জানান বক্তারা।
ইট ভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন জানান, আমাদের দাবিসমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আলোচনা করতে উদ্যোগী না হয়, তাহলে ঈদের পর আমরা ঢাকায় মহাসমাবেশের আয়োজন করবো। পাশাপাশি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেও আমাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করবো।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে