রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর  বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় ইদগাহ মোড় থেকে রানীকুটির হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরের আইনজীবীদের মানববন্ধন

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সহসভাপতি হাজী ইয়াসিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অর্থ সম্পাদক আবদুল মতিন এবং এমরান হোসেন ভুইয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমাদের ইটভাটা ভাঙচুর করা হচ্ছে। প্রতিদিন জরিমানা করা হচ্ছে। এমন চলতে থাকলে ইটভাটা বন্ধ হয়ে যাবে। আর ইটভাটা বন্ধ হয়ে গেলে ইটভাটায় কাজ করা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলো পথে বসে যাবে। আমরা সরকারকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে ব্যবসা করছি। আমাদের ইটভাটা বন্ধ করে দিলে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেব। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নিয়ে সরকার আমাদেরকে ব্যবসা করতে দিক।

thumbnail_IMG-20250311-WA0015

পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের কাছে স্মারকলিপি প্রদান করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub