রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ১ বন্ধু নিহত, হাসপাতালে ২

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈমুর মুন্সি (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তার দুই বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঈমুর বাহাদুরপুর এলাকার হাজীকান্দির তৈয়ব আলী মুন্সির ছেলে।

 


বিজ্ঞাপন


স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. রতন শেখ জানান, দুপুরে শিবচর উপজেলায় ব্যক্তিগত কাজ শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাঈমুর। শিবচর-ঠেঙ্গামারা আঞ্চলিক সড়কে পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন নাঈমুর ও তার দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নাঈমুরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন