শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক মো. আনিকুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান আল-আমিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম জাহিদ, সরকারি কলেজ ছাত্রদলের অহবায়ক মো. আশিকুর রহমান আলআমিন, জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক মো. আনিসুর রহমান, দফতর সম্পাদক বাপ্পি দাশসহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।   

বক্তারা বলেন, দেশ ব্যাপি নারী নির্যাতন, ধর্ষণ বিচারহীনতায় চলছে । সারাদেশে নারীদের প্রতি সহিংসতা চলমান রয়েছে। ধর্ষকদের আইনের আওতায় এনে তাদের বিচার সুনিশ্চিত করার প্রশাসনের প্রতি জোর আহবান জানান।

এদিকে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়াকে ধর্ষণ এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা মহিলা দল। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের টাউনহল মাঠ থেকে মিছিল করে শাপলা চত্বর ঘুরে টাউনহলে এসে শেষ হয়। 


বিজ্ঞাপন


পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ান এর সভাপত্বিতে সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন