'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন' এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লুন নাজমা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা বারের পিপি এড, শাহীনুর রহমান শাহীন, প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় বক্তারা সমাজের সর্বক্ষেত্রে নারীর সমতা, ক্ষমতা ও মর্যাদা নিশ্চিতের বিষয়ে কাজ করার পরামর্শ দেন।
প্রতিনিধি/ এজে