জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ও তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি-এর সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে চলমান অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার গিরিধারা এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মালিক পক্ষকে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিলিং করা হয়েছে। এতে মোট ৫ হাজার ২২০ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।
অভিযানসমূহ:
বিজ্ঞাপন
১. এন থ্রি এস ওয়াশিং কারখানায় সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায়; চারটি ড্রায়ারের সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিলিং করা হয় এবং মালিক কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
২. জাহান ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় কারখানার ৭টি ওভেন ও ১টি স্টার বার্নারের সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিলিং করা হয় এবং দুটি মামলায় মালিক কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩. সুচি প্রিমিয়াম বেকারি (মদিনা অ্যাগ্রো অ্যান্ড ফুড) সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় কারখানার ৪টি ওভেন, ১টি টানেল ও ১টি স্টার বার্নারের সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিলিং করা হয় এবং মালিক কর্তৃপক্ষকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
৪. রকি স্পেশাল চানাচুর (ভাই ভাই ফুড অ্যান্ড প্রোডাক্ট) সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় ২টি স্টার বার্নারের সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিলিং করা হয়।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকালে ৩/৪" ইঞ্চি ব্যাসের ৯০-১০০ ফুট; ১" ইঞ্চি ব্যাসের ৩০-৪০ ফুট ও ২টি বার্নার জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, বর্ণিত কারখানাসমূহ রায়েরবাগ (মেঢাবিবি-১) ও ফতুল্লা অফিসের সীমান্ত এলাকায় অবস্থিত। উক্ত কারখানাসমূহে গত ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে ফতুল্লা অফিস কর্তৃক অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিল করা হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল।
এমআর/এফএ