রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ আটক ১

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ ইসরাফিল সিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ইসরাফিল ওই গ্রামের আলী আহমেদ সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরআন্ডা সংলগ্ন সোনারচরের সংরক্ষিত বনাঞ্চল থেকে বন্য পশু পাচার করছিল একটি চক্র। কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় কাউকে ধরা যাচ্ছিল না।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্য মহিষের মাংস এবং চামড়াসহ ইসরাফিলকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এদিন সকাল থেকে তিনি ওই এলাকায় মাংস বিক্রি করছিলেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, দীর্ঘদিন একটি চক্র সোনারচর থেকে বন্য পশু পাচার করছিল। সম্প্রতি ৫-৬ বন্য মহিষ পাচার হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। পাচার চক্রের সদস্য ইসরাফিলকে মহিষের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে। আটক ইসরাফিলসহ জড়িতদের বিরুদ্ধে সংরক্ষিত বনে অবৈধ অনুপ্রেবশ ও বন্য পশু চুরির অভিযোগে মামলা দায়ের করা হবে। বন বিভাগের সোনারচরের বিট কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করবেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন