রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফেনীতে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, ১৯ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

ফেনীতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ ও যানজট নিরসনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।

সোমবার (৪ মার্চ) শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৭টি অভিযান পরিচালনা করা হয়। এতে ১৯টি মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযান পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তার সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার ও তানিয়া আক্তার লুবনা, সহকারী কমিশনার তানভীর আহমেদ, সৌভিক রায়, মুজিবুর রহমান, মাহবুবা মুনমুন ও শামীমা আক্তার প্রমুখ।

ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা বলেন, জনস্বার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন