রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরের কেয়া গ্রুপে ২২০৩ শ্রমিক ছাঁটাই

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের জরুন এলাকায় কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন ও এমপি সোয়েটারস লিমিটেড কারখানা বন্ধ ঘোষণার দুই মাস আগেই ২ হাজার ২০৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে নোটিশ দিয়ে এ আদেশ জারি করা হয়। প্রতিবাদে দুপুরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকেরা।


বিজ্ঞাপন


শিল্প পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি জরুন এলাকার কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষের সব পাওনা আগামী মে মাসে পরিশোধ করার কথা। সকালে কারখানার চেয়ারম্যান স্বাক্ষরিত একটি নোটিশ দিয়ে ২ হাজার ২০৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়। খবর পেয়ে শিল্প ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গিয়ে শ্রমিক বিক্ষোভ পরিস্থিতি শান্ত করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর