কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু, অপরজন বৃদ্ধ। একজন নদীতে অপরজন পুকুরের পানিতে ডুবে মারা যান।
শনিবার (১ মার্চ) ভূরুঙ্গামারীর পৃথক স্থানে পানিতে ডুবে এই দুজনের মত্যু হয়।
বিজ্ঞাপন
নদীতে ডুবে মারা যাওয়া শিশুর নাম রায়হান (১১)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। অপরদিকে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা (৬৫)। তিনি পাইকেরছড়া ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা ও বাকপ্রতিবন্ধী।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছুরমান আলী বলেন, রায়হান শনিবার (১ মার্চ) বিকেলে গদাধর নদীতে ডুবে মারা যায়।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ বলেন, বছির উদ্দিন শনিবার দুপুরের দিকে পুকুরে গোসল করতে যান। এ সময় এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
প্রতিনিধি/টিবি